স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : সমাজের মেথর সম্প্রদায় নামটি পরিবর্তন করে বাল্মিকী, ধানুক, বাসফোর রাখার জন্য দাবি জানিয়ে প্রদেশ সিডিউল কাস্ট মোর্চার পক্ষ থেকে শুক্রবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সাথে দেখা করেন এক প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে দাবি সনদ তুলে দিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।
দাবি জানানো হয় নামটি যেন পরিবর্তন করতে লোকসভায় বিল পাস করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক। ডেপুটেশনের এ বিষয় তুলে ধরেন প্রদেশ বিজেপি এস সি মোর্চার সভাপতি টোটন দাস। পরবর্তী সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, মেথর শব্দটি অত্যন্ত স্পর্শকাতর। এই মেথর শব্দটি তুলে দেওয়ার জন্য তাদের দীর্ঘদিনের দাবি। মেথরের পরিবর্তে বাল্মিকী, ধানুক, বাসফোর যেকোনো একটি পদবী ব্যবহার করতে পারে তার জন্য বিষয়টি তুলে ধরা হবে লোকসভায় বলে আশ্বস্ত করেন প্রতিমা ভৌমিক।