স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ এপ্রিল : চড়িলাম গ্রামীণ ব্যাঙ্কের সামনে বাইক দুর্ঘটনায় আহত পিতা-পুত্র। বিশালগড় মহকুমার তক্সা পাড়ার বাসিন্দা শ্যামল দেবনাথ। পেশায় তিনি পুলিশ কনস্টেবল। শনিবার দুপুরে তিনি বাইক নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। সাথে বাইকে ছিল ওনার স্ত্রী ও ছেলে। চরিলাম গ্রামীণ ব্যাঙ্কের সামনে তিনি বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।
এতে আহত হন পিতা-পুত্র। দমকল বাহিনীর কর্মীরা তাদেরক উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান শ্যামল দেবনাথের বাইকের সামনে একটি ম্যাক্স গাড়ি ছিল। রাস্তার পাশে যাত্রী দেখতে পেয়ে ম্যাক্স গাড়ির চালক আচমকা গাড়ির ব্রেক ধরেন। তখন শ্যামল দেবনাথও বাইকের ব্রেক ধরেন। ফলে তিনি বাইকের নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। বাইকটি তখন ম্যাক্স গাড়ির পিছনে ধাক্কা মারে। এতে বাইক চালক শ্যামল দেবনাথ ও ওনার ছেলে আহত হয়।