স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ এপ্রিল : শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বটতলা বাজারের এক ব্যবসায়ীর। ঘটনা রাজধানীর নাগেরজলা স্থিত মর্ডান ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন ভোরবেলা প্রতিদিনের ন্যায়ায় বটতলা বাজারে আসছিলেন ব্যবসায়ী প্রণব কুমার সাহা। তখন একটি মারুতি গাড়ি এসে ব্যবসায়ী প্রণব সাহাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রণব সাহার। বয়স ৬৫ বছর। বাড়ি রাজধানীর সুভাষপল্লী এলাকায়।
ঘটনার পর সাথে সাথে স্থানীয়রা গাড়িটি আটক করে। কিন্তু গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। দমকল কর্মীরা প্রণব সাহাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত প্রণব সাহার পরিবারের লোকেরা জানান, গাড়ি চালক মদমত্ত অবস্থায় ছিল বলে তাদের ধারণা। কারণ গাড়ির মধ্যে কিছু মদের বোতল পাওয়া গেছে। হয়তো রাতের বেলা কোনো আসর থেকে উঠে এসে বাড়ি ফিরছিলেন গাড়ি চালক। যার দরুণ এই ঘটনার সংগঠিত হয়েছে। গাড়ির নম্বর টি আর ০৬ সি ০৭৪৯। গাড়িটি আটক করেছে পুলিশ। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা যায়। শনিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারে হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।