স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ এপ্রিল : সংবিধান বাঁচানোর লড়াই কংগ্রেস করছে। এর মধ্যে কোন সন্দেহ নেই। বিশেষ করে এই সংবিধানের মধ্যে যা লেখা রয়েছে তা যাতে সুদীঢ় ভাবে রক্ষা করা হয় এবং এই সংবিধানের উপর যাতে কোন আঁচর না আসে-সেটা সুনিশ্চিত করা দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কারণ দেশের বর্তমান শাসক দল বিজেপি এই সংবিধান মানতে চায় না। বিজেপি -র মানসিকতা মনোবাদীতে ও মনো স্মৃতিতে বিশ্বাসী।
সুতরাং তাদের মধ্যে এখনো মধ্যযুগীয় চিন্তাধারা রয়ে গেছে। তাই পার্লামেন্টের মতো একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলের উদ্দেশ্যে দাবি করেন আম্বেদকের নামের মত যদি ভগবানের নাম এতবার নিতেন তাহলে সাত জন্ম স্বর্গ লাভ হতো। বিজেপি যদি গত লোকসভা নির্বাচনে ৪০০ আসন নিয়ে সরকার গড়ার সুযোগ পেত তাহলে সংবিধান থেকে সবার আগে ধর্মনিরপেক্ষ শব্দটি মুছে দিত। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে হাতের সংবিধানের বই নিয়ে প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রেখে এই কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এই সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের নেতৃত্ব। সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ আরো বলেন, দেশের সংবিধানকে সুরক্ষিত করতে হবে। মধ্যযুগীয় বর্বরতা যেন শুরু না হয় তা নিশ্চিত করতে হবে। ধর্মের নামে কোন প্রাণ হানী যেন না হয়, মন্দির মসজিদের লড়াই যেন না হয়, হিন্দু মুসলিমের লড়াই যেন না হয়, জাত পাতের নামে লড়াই যেন না হয়, ভাষার নামে, আঞ্চলিকতার জন্য লড়াই যেন না হয় তা নিশ্চিত করতে হবে। সংবিধানের উপর আস্থা রেখে সংবিধানকে রক্ষা করতে সকলকে দেশ গড়ার কাজে লিপ্ত হওয়ার আহ্বান জানান।