স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : বৃহস্পতিবার বিএসএফ জওয়ানদের হাতে আটক নয় বাংলাদেশি। জানা যায় এদিন ঋষ্যমুখ সীমান্তে বলাই টিলা এলাকায় বিএসএফ এর হাতে আটক নয় বাংলাদেশী, এর মধ্যে এক নয় মাসের শিশু এবং দুজন নাবালক রয়েছে।
বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে এগার জনের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। নয় জনকে বিএসএফ আটক করে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। বিলোনিয়া থানার পুলিশ জানায়, শুক্রবার আটককৃত নয়জনকে বিলোনিয়া আদালতে তোলা হবে। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মূল পান্ডা নাম বের হয়ে আসবে।