স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : প্রবল বর্ষণে ভূমিধসে ব্যাহত রেল পরিষেবা। লামডিং বদরপুর রেল লাইনে মাইবং -এ ভূমিধস পড়ে ৪ থেকে ৫ ঘন্টা রেল পরিষেবা বন্ধ ছিল। মাইবং স্টেশনে আটকে পড়ে ত্রিপুরা গামী ট্রেন।
এন এফ রেলওয়ে তড়িঘড়ি করে রেল লাইন ঠিক করায় পুনরায় শুরু হয় রেল যোগাযোগ। দীর্ঘ সময় পর আসবে আগরতলা উদ্দেশ্যে রওনা হয় ত্রিপুরা গামী ট্রেন। এদিন দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় দুর্ভোগ সৃষ্টি হয় রেল যাত্রীদের মধ্যে।