স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : টি এস ই সি এল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হতে আসলো বৃহস্পতিবার। টি এস ই সি এল সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলির জন্য এম ও পি -এর নির্দেশিকা অনুসরণ করেনি। এর ফলে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পরিকাঠামো এখন উন্নত হয়নি। মানুষ কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন বাস্তুকার অনুপ ভৌমিক। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা গ্রামীণ এলাকায় বিদ্যুতায়নের জন্য ৭৭৫ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রত্যেক বাড়িতে যাতে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানো হয় এবং গ্রাহক পরিষেবার জন্য মিটার সরবরাহ করা হয়। মিনিস্ট্রি অফ পাওয়ার এর বিভিন্ন প্রকল্পে ১১০০ এর বেশি ট্রান্সফর্মার বিতরণ, ২১০০ কে এম , ১১ কেভি লাইন, ৬০০ কে এম এল টি লাইন সহ বহু কাজ যথাযথভাবে করে নি টি এস ই সি এল। যদিও সেই প্রকল্পের কাজ গুলি শেষ। এমনটাই অভিযোগ অনুপ বাবুর। বিদ্যুৎ মন্ত্রকের নির্দেশিকা অনুসরণ না করার কারণে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সৌভাগ্য প্রকল্পে ১,৩৯,০৯০ জনকে সংযোগ প্রদান করা হয়। কিন্তু রাজস্ব বিল সংগ্রহ করা হয় মাত্র ৫১২১৬ জন থেকে বলে অভিযোগ তুলেন তিনি। টি এস ই সি এল -এর বক্তব্য তারা ত্রিপুরার সমস্ত প্রাপ্ত ১০০ শতাংশ বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়েছেন। এ ব্যাপারে বারবার টি এস ই সি এলের পাচ্ছে সুনির্দিষ্ট তথ্যের জন্য স্পষ্টীকরণ চেয়ে চিঠি, আর টি আই করা হলেও বিষয়টি এড়িয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ করেছেন তিনি।