স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ এপ্রিল : বিদ্যুতিক খুঁটির সংস্পর্শে এসে মৃত্যু দুটি গবাদি পশুর। অল্পেতে রক্ষা পেয়েছে পথচারীরা। ঘটনা জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত চিকনছড়া ভিলেজের মুড়ারিপাড়া এলাকায়। জানা যায়, বিদ্যুৎ খুঁটি থেকে বিদ্যুৎ পরিবাহী তার লিকেজ হয়ে বিদ্যুৎ খুঁটি শর্ট সার্কিট হয়ে যায়।
আর এই বিদ্যুৎ খুঁটির সংস্পর্শে এসে মৃত্যু হয় হাবিল মিয়া এবং সাফিয়া খাতুনের দুইটি গবাদি পশু। সাফিয়া খাতুনের দুগ্ধ গাভী ছিলো। এলাকাবাসীর সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগম অফিসে খবর দিলে তারা বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়। খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। কিন্তু বিদ্যুৎ দপ্তরে কর্মীদের কোন দেখা নেই এলাকায়। এতে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ।