স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ এপ্রিল : বেকারত্ব, দুর্নীতি ও নেশা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব। শুক্রবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কর্মসংস্থানের দাবি, দুর্নীতি, জঙ্গলের রাজত্ব অবসান এবং রাজ্যজুড়ে ভয়াবহ নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গোটা রাজ্যে দু দফায় কর্মসূচি সংঘটিত করেছে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ। প্রথম দফায় বিভিন্ন অঞ্চল এলাকায় ছোটখাটো মিছিল, মুখ্যমন্ত্রীর কাছে গণ চিঠি প্রেরণ কর্মসূচি সংঘটিত করা হয়েছে।
দ্বিতীয় দফায় রাজ্যের প্রতিটি মহকুমায় বামপন্থী এই দুই যুব সংগঠনের প্রতিনিধিরা ব্যাপক পদযাত্রা সংগঠিত করেছে। তিনি আরো জানিয়েছেন এপ্রিল এবং মে মাসের মধ্যে তৃতীয় দফায় পুনরায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এই বামপন্থী দুই যুব সংগঠন। সুনির্দিষ্ট ভাবে বেকারদের কর্মসংস্থান এবং এর বাইরে প্রান্তিক মানুষদের কাজের সুযোগ তৈরি করা সহ আরো দুটি দাবিকে সামনে রেখে এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহে গোটা রাজ্যের আটটি জেলায় জেলা শাসকের কার্যালয় অভিযান করবে এই দুই বামপন্থী যুব সংগঠন। ইতিমধ্যেই এই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি চলছে প্রতিটি জেলায়। জেলাশাসকের কার্যালয় অভিযান ছাড়াও প্রতিটি বাজারে ছোট ছোট সভা সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব আরো অভিযোগ করেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার আগে ২০১৭ সালে তারা পুরো রাজ্যে ঘুরে ঘুরে মিথ্যার বন্যা ভাসিয়ে দিয়েছিলেন।
৭ লক্ষ বেকার এবং লক্ষ লক্ষ শূন্য পদ এই মিথ্যা কথা বলে বিজেপি ক্ষমতায় এসেছিল। কিন্তু ২০১৮ সালে বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে তৎকালীন বিধায়ক সুধন দাসের এক প্রশ্নের জবাবে সরকার পক্ষ থেকে বলা হয়েছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট শূন্য পদ ১৭ হাজার। আর ২০২৫ সালের মার্চ মাসে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন দপ্তরের শূন্য পদের সংখ্যা প্রায় ৫০ হাজার। এর মধ্যে শিক্ষা দপ্তরেই প্রায় ১০ হাজারের উপর শূন্য পদ রয়েছে। সরকার নিয়োগ করছে না বলে অভিযোগ করেছেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।