স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ মে : বুধবার আগরতলা স্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সহর্ষ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, জাতীয় শিক্ষানীতির সফল বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য তৈরি করা সহর্ষ কারিকুলাম ইতোমধ্যেই ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে।
বিশেষ করে শুধুমাত্র পুঁথিনির্ভর শিক্ষাই নয়, আনন্দঘন পরিবেশে ভবিষ্যতের জন্য দেশাত্মবোধ সম্পন্ন, নির্ভয়, মানবিক মূল্যবোধ সম্পন্ন, সহানুভূতিশীল, সচেতন, বৌদ্ধিকভাবে সক্ষম ও সামাজিক দায়বদ্ধ নাগরিক নির্মাণে নিবেদিত এই কারিকুলামকে উৎযাপন করতেই এস সি ই আর টি কর্তৃক আয়োজিত করা হয় ‘সহর্ষ উৎসব’। মুখ্যমন্ত্রী বলেন, আগামী প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। তাই এই শিশুদের যেভাবে গড়ে তোলা হবে সেভাবেই তৈরি হবে আমাদের দেশের ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী আরো বলেন, শিশুদের প্রকৃত ভাবে গড়ে উঠতে প্লাটফর্মে প্রয়োজন। তাহলে তাদের বিকাশ ঘটবে। প্রধানমন্ত্রী বলছেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার পুনরুদ্ধার করতে হবে।
বিশেষ করে শিশুদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে। মুখ্যমন্ত্রী আর বলেন কচিকাঁচাদের প্রকৃত শিক্ষা দিতে গেলে আগে তাদের মন ছুঁতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের সহজ কারিক্যুলামের মাধ্যমে প্রকৃত শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে তারা পরাজয়কে কখনো মেনে না নেয়। এমনটাই জানান মুখ্যমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্য। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্য আধিকারিক। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এবং অভিভাবকরা অংশ নেন।