স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ এপ্রিল : বুধবার যাত্রীবাহী একটি অটো দিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এক ছাত্রী। এদিন জিবি থেকে অটোতে উঠার পর সেই ছাত্রীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করে অটোতে থাকা এক পুরুষ যাত্রী। এবং এসব কিছুই ছাত্রী নিজের মোবাইলে ক্যামেরা বন্দী করেছিলেন। পরবর্তীকালে ওই ছাত্রী সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরে প্রতিকার দাবি করেন।
অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি তোলেন। তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ অভিযুক্তের সন্ধান বের করতে শুরু করেন। বৃহস্পতিবার সকালে জানা যায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রাজেশ আচার্যী বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়ে মহিলাদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে বলে আশ্বাস দিয়েছেন। যাত্রীবাহী অটোতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক জনজাতি ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করল সদরের মহিলা পুলিশ। ধৃতের নাম রাজেশ আচার্যী। বয়স ৪০। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে এই বিষয়টি জানিয়ে গোটা ঘটনায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।