Sunday, April 20, 2025
বাড়িরাজ্যশ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে দ্য 'প্ল্যাটিনাম' এক্সপিরিয়েন্স

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে দ্য ‘প্ল্যাটিনাম’ এক্সপিরিয়েন্স

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ এপ্রিল: এই বছর ‘অক্ষয়-তৃতীয়া’ থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তাদের গয়নার সম্ভারে যোগ করছে উজ্জ্বল এবং চোখ ধাঁধানো প্ল্যাটিনাম গয়নার সম্ভার।প্ল্যাটিনাম এমন এক বিরল ধাতু যার মজবুতি ও স্থায়িত্বের জন্য এটি বিশেষ মূল্যবান হয়ে উঠেছে।

এই সব বৈশিষ্ট্যর কারণে এবং সোনার মতো এটি ত্বক বান্ধব ধাতু হওয়ায় প্ল্যাটিনাম এর গয়না বা হীরে বসানো প্ল্যাটিনামের গয়না আজকের প্রজন্মের কাছে খুব পছন্দের কালেকশন ।পিজিআই প্ল্যাটিনাম জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মহেন্দ্র সিং ধোনি যেমন তাঁর সিগনেচার স্টাইলে ব্যাটিং করেন, ঠিক তেমনই ‘এমএস ধোনি সিগনেচার এডিশন’-এর প্রতিটি প্ল্যাটিনাম গয়নাই অত্যন্ত আকর্ষণীয়  ও ‘এমএসডি’-এর স্বাক্ষরিত।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর আগরতলা শাখায় আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অক্ষয় তৃতীয়ার উৎসবে প্ল্যাটিনাম গয়নায় এক ’ স্পেশাল ইনভিটেশন অফার ‘ ও স্পেশাল প্রিভিউ চলবে, যেখানে প্ল্যাটিনাম গয়নার দাম (MRP) এর ওপর ৭% উৎসব ডিসকাউন্ট চলবে ।আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই উৎকৃষ্ট মানের প্ল্যাটিনাম গয়নার সম্ভার এখন সোনার চেয়েও সস্তা।হোটেল পোলো টাওয়ারে এক বিশেষ প্রিভিউতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর  অর্পিতা সাহা ও রূপক সাহা এই এক্সক্লুসিভ প্ল্যাটিনাম গয়না সম্ভারের  উদ্বোধন করেন।  শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের তরুণ মুখ এবং মিস্টার ইন্ডিয়া খেতাব জয়ী মিঠুন দেববর্মা এদিন পুরুষদের প্ল্যাটিনাম গয়নায় নিজেকে সকলের সামনে মেলে ধরেন। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এক্সক্লুসিভ কালেকশন সকলের কাছে এক বিশেষ চমক।

“শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সংগ্রহের এই প্ল্যাটিনাম গয়না পরে এক দুর্দান্ত অনুভূতি হচ্ছে। প্ল্যাটিনামের গয়নার নিজস্ব গুণে আপনার ব্যক্তিত্বও নিশ্চয় উজ্জ্বল হয়ে উঠবে,” বলেন  মিঠুন দেববর্মা।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমরা যা কিছু করি, নতুন যা উদ্যোগ নেওয়া হয় তা শুধু গ্রাহকদের ভালো লাগার জন্য। আমরা এটাই সবসময় চেষ্টা করি আমাদের শোরুমে যে সমস্ত চোখ ধাঁধানো গয়নার সম্ভার রয়েছে সেরকম আরো আকর্ষণীয়, আধুনিক মানের এক্সক্লুসিভ গয়নার সম্ভার গ্রাহকদের জন্য তৈরি করা। তিনি আরও বলেন, “সারা বিশ্বে প্ল্যাটিনামের যে চাহিদা তৈরি হয়েছে তার সঙ্গে তাল মেলানোর জন্য আমাদের মনে হয়েছে, এখন সময় এসেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সও তাদের গয়না সম্ভারে প্ল্যাটিনামের উজ্জ্বলতা যোগ করুক।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমরা এই বছর ‘শুভ অক্ষয়-তৃতীয়া’ উদযাপনের সঙ্গে আগরতলায় গ্রাহকদের জন্য প্ল্যাটিনামের গয়না সংগ্রহ নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। প্ল্যাটিনাম গহনার (MRP) দামের উপর ৭% ছাড়ের যে ১২ দিনের অফার রয়েছে সেটি গ্রাহকদের জন্য এক স্পেশাল প্রারম্ভিক অফার।”

প্ল্যাটিনাম গয়নায় এই ‘স্পেশাল প্রারম্ভিক অফার’ ২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আগরতলা শোরুমে চলবে।সারাবছর এই গয়নার সম্ভার শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উপলব্ধ থাকবে ।তাহলে দেখা হচ্ছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে !

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য