Monday, May 5, 2025
বাড়িজাতীয় ছত্তিশগড়ে খতম শীর্ষ দুই মাওবাদী কমান্ডার

 ছত্তিশগড়ে খতম শীর্ষ দুই মাওবাদী কমান্ডার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ১৬ এপ্রিল :    মাওবাদীমুক্ত ভারত গড়ার লক্ষ্যে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই শীর্ষ মাওবাদী কমান্ডারের। গত মঙ্গলবার এই অভিযান চালানো হলেও বুধবার ওই মাওবাদীদের মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছে প্রশাসন। জানা গিয়েছে, মৃত ওই দুই মাও কমান্ডারের মাথার দাম ছিল ১৩ লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

নিরাপত্তাবাহিনীর তরফে জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল ছত্তিশগড়ের কোন্ডাগাও-নায়ায়ণপুর সীমান্তবর্তী জঙ্গলঘেরা অঞ্চলে একাধিক মাওবাদীর আস্থানার খবর পেয়ে অভিযান চালানো হয়। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে পিছু হঠার জায়গা না পেয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা গুলি চালায় জওয়ানরাও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর মৃত্যু হয় দুই মাওবাদীর।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত ওই দুই মাওবাদীর নাম ডিভিসিএম হালদার ও এসিএম রামে। দুজনই পূর্ব বস্তার অঞ্চলে মাওবাদী সংগঠনের কমান্ডার হিসেবে কাজ করত। নিরাপত্তাবাহিনীর উপর হামলার পাশাপাশি বহু অপরাধমূলক কাজে লিপ্ত ছিল এই দুইজন। এদের মধ্যে হালদারের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা এবং রামের ৫ লক্ষ টাকা। পাশাপাশি জানা যাচ্ছে, মৃত মাওবাদীদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, বহু আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!