স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ এপ্রিল: আগরতলা শহরের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেআইনি পার্কিং। ট্রাফিক প্রশাসনের চরম দুর্বলতার সুযোগ নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আগরতলা শহরে চলছে বেআইনি পার্কিং। এদিকে রাস্তার প্রশস্হ কম, অপরদিকে পার্কিংয়ের ফলে রাস্তার প্রশস্ত আরো বেশি কমে যাচ্ছে। অথচ দিন দিন শহরে গাড়ি এবং বাইকের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ফলে শহরের মধ্যে দিনরাত যানজট এমন চূড়ান্ত আকার ধারণ করছে যে সাধারণ মানুষের সমস্যা বর্তমানে নাগালের বাইরে চলে গেছে।
বুধবার সকাল বেলা রাজধানী জিবি বাজার এলাকায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালায় ট্রাফিক প্রশাসন। প্রশাসনিকভাবে এদিন অভিযানে লক্ষ্য করেছেন নো পার্কিং জোনের মধ্যে প্রচুর সংখ্যক গাড়ি বাইক পার্কিং করা হয়েছে। একই সাথে লক্ষ্য করেন জিবি বাজারে রাস্তার পাশে থাকা দোকানপাটে ব্যবসায়ীরা প্রশাসনিক সুযোগ নিয়ে রাস্তার মধ্যে পসরা ঝুলিয়ে মানুষের পথ আটকে রেখেছে। ট্রাফিক প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পসরা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন। এদিন অভিযান প্রসঙ্গে ট্রাফিক ডিএসপি স্বপন সরকার জানান, বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে আগরতলা শহরে স্পেশাল ড্রাইভ। এর পাশাপাশি আগরতলা শহরের মধ্যে অন্য মহাকুমারের গাড়ি প্রবেশ করে যানজট সৃষ্টি করে, সেদিকে নজর রয়েছে প্রশাসনের। তারা বিভিন্ন অজুহাত দিয়ে আগরতলা শহরের মধ্যে গাড়ি চালানোর চেষ্টা করেন। তাদের এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে ট্রাফিক প্রশাসন সঠিক ভূমিকা পালন করছে বলে জানান। তবে কিছুদিন পর পর আগরতলা শহরে এ ধরনের স্পেশাল ড্রাইভ সংঘটিত হলেও ট্রাফিক প্রশাসনের কিছু গাফিলতির কারণে শহরে বেআইনি পার্কিং এবং বেআইনিভাবে যান চলাচল নিয়ন্ত্রণে আসার কোন নাম গন্ধ নেই।