স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : ২৩ -এর লক্ষ্য নিয়ে আম আদমি পার্টি সাংগঠনিক বিস্তারের কাজ শুরু হয়েছে, রাজ্যের প্রত্যেকটি জেলাতে আম আদমি পার্টির জেলা ইনচার্জ নিয়োগ করা হয়েছে। বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে জেলা ইনচার্জের নাম ঘোষণা করে এ কথা জানান আম আদমি পার্টির উত্তর-পূর্বাঞ্চলের প্রভারি রাজেশ শর্মা।
আম আদমি পার্টির প্রথম কাজ হবে গোটা রাজ্যে সদস্যপদ সংগ্রহ করা। রাজ্যের মানুষ সাড়া দিয়ে এগিয়ে আসবে বলে জানান তিনি। ত্রিপুরাকে হিংসামুক্ত, দুর্নীতিমুক্ত এবং সার্বিক উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে কাজ করবে আপ সংগঠন। পাশাপাশি ত্রিপুরার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জলের সমস্যা সমাধান করতে কাজ করবে সংগঠনের কর্মী সমর্থকরা। পাশাপাশি ত্রিপুরা নেশামুক্ত করতে বড় ভূমিকা পালন করবে দল। কারণ রাজ্যের মানুষ মৌলিক চাহিদা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। ত্রিপুরা রাজ্যের বহু মানুষ চাইছে বিকল্প। তাই সমস্ত প্রস্তুতি নিয়ে ময়দানে নামতে চলেছে আপ পার্টি বলে জানান তিনি। ত্রিপুরায় উন্নয়নমূলক কোন কাজ হচ্ছে না। গণতন্ত্র নেই। মানুষের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়ে আছে। দিল্লির উন্নয়নের মডেল ত্রিপুরা রাজ্য নিয়ে আসতে প্রস্তুত নেতৃবৃন্দ বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চলের পর্যবেক্ষক মনিশ কৌশিক, সুমন লস্কর সহ অন্যান্য নেতৃত্ব।