স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে রয়েছে ১০০ স্কুল। ১০০ টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনার মূল লক্ষ্য হলো শিক্ষা পরিকাঠামো উন্নয়ন করা। সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বুধবার অরুন্ধুতী নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যাজ্যোতি প্রকল্পের ১০০ মিশনের উদ্বোধন করে একথা বলেন মেয়র দীপক মজুমদার। বুধবার অরুন্ধতী স্কুল বিদ্যাজ্যোতি সূচনা হয়। ছাত্র-ছাত্রী এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ঐতিহাসিক দিন বলে জানান মেয়র। উন্নয়নের জন্য শিক্ষা একটি বড় মাপকাঠি। তাই সরকার শিক্ষার মান উন্নয়ন করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে বলে জানান। শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে সরকার আধুনিক শিক্ষা দেওয়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে বলেন মেয়র। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ স্কুলে র প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।