Wednesday, April 16, 2025
বাড়িরাজ্যআন্দোলনে নামলো বাম যুব সংগঠন

আন্দোলনে নামলো বাম যুব সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ এপ্রিল : কর্মসংস্থানের দাবি, দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসান, নেশা ও নেশার কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ শনিবার এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। ইন্দ্রনগর লোকাল কমিটির পক্ষ থেকে জিবি ক্যান্সার হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, কর্মসংস্থানের দাবি এবং দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম শুরু করেছে ডিওয়াইএফআই। সারা রাজ্যে এই আন্দোলন কর্মসূচি চলছে।

তিনি বলেন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে গত সাত বছর ধরে রাজ্যে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের গভীর সংকট তৈরি হয়েছে। অথচ রাজ্য সরকারের দপ্তর গুলিতে হাজার হাজার শূন্য পদ করে আছে। কিন্তু সরকার শূন্য পদ পূরণের জন্য কোন উদ্যোগ গ্রহণ করছে না। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া বছরে পর বছর ঝুলিয়ে রাখছে। ফলে রাজ্যের বেকাররা হতাশায় ভুগছে। তাদের জীবন অন্ধকারে ধাবিত হচ্ছে। অপরদিকে লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের নেশার রমরমা। ত্রিপুরা রাজ্য উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে নেশা করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে। অথচ বর্তমান সরকার ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে দাবি করেছিল নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা হবে। কিন্তু এই সরকারের আমলে নেশার কারণে তরুণ সমাজের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। যুব সমাজকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে যখন রাজ্যবাসী লড়াই সংগ্রামে এগিয়ে আসছে তখন বাইক বাহিনী এবং গুন্ডাবাহিনীকে লেলিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। একই সাথে রয়েছে বিভিন্ন দপ্তরে সীমাহীন দুর্নীতি। তাই এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!