স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ এপ্রিল : কৈলাসহরে ভেঙে ফেলা প্রাক্তন রাজ্যের প্রয়াত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মূর্তির ওপর বসানো হয়েছে ভগবান শ্রী রামের মূর্তি। যার তীব্র নিন্দা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বললেন রামের নামে রামকে কলুষিত করছে বিজেপি এবং আরএসএস। জানা যায় ২০১৮ সালে ত্রিপুরায় পরিবর্তনের পর ক্ষমতা দখল করে ছিল ভারতীয় জনতা পার্টি। পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মূর্তি ভাঙার খেলায় মেতে উঠেছিল দুষ্কৃতকারীরা।
ভেঙে ফেলা হয়েছিল কৈলাসহরে রাজ্যের প্রয়াত প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মূর্তি। রাতের আঁধারে সম্প্রতি এই প্রয়াত প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের ভেঙে ফেলা মূর্তির জায়গায় বসানো হয় প্রভু শ্রী রামের মূর্তি। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন বিজেপি এবং আরএসএস অসহিষ্ণু তার রাজনীতি করে চলেছে। রামের নামে রামকে কলুষিত করছে বিজেপি ও আরএসএস। বৈদ্যনাথ মজুমদারের মুর্তি যাতে পুনরায় সেখানে বসানো যেতে পারে এর জন্য মুখ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
ভগবান শ্রী রাম সর্ব জন পূজ্য। দশরথ নন্দন প্রভু শ্রী রামকে নিয়ে এ ধরনের কার্যকলাপ মোটেও ভালো চোখে নিচ্ছেনা রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মহল। রাজ্যের প্রয়াত প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের ভেঙে ফেলা মূর্তির জায়গায় প্রভু শ্রী রামের মূর্তি বসিয়ে গোটা বিষয়টাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া যে পুরোপুরি বেমানান তা বলার অপেক্ষা রাখে না।