স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ এপ্রিল: গত কয়েকদিন ধরেই গরমে হাঁসফাঁস রাজ্যবাসীর মধ্যে।এরই মধ্যে বাংলা নববর্ষের দ্বিতীয় দিনেই দেখা মিলল বৃষ্টির। স্বস্তির নিঃশ্বাস ফেলল আগরতলাবাসী সহ রাজ্যের বিভিন্ন মহকুমারের মানুষ। বুধবার দুপুর থেকেই শুরু হয় ভারী মাত্রায় বৃষ্টিপাত। এদিকে ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়, ভারত মৌসম বিজ্ঞান বিভাগ, আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী তিনদিন রাজ্যজুড়ে ভারীমাত্রায় বৃষ্টিপাত দমকা হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস জারি করেছে।
এই তিন দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে। উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ ভারি মাত্রায় বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ ভারী মাত্রায় বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই, সিপাহীজলা এবং পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাত হয়েছে ২৪.৪ মিলিমিটার।