স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ এপ্রিল: রেগার কাজ করার সময় মর্মান্তিক ঘটনা। গাছ ভেঙ্গে পড়ে মৃত্যু দুই রেগা শ্রমিকের এবং গুরুতর ভাবে আহত আরও দুই শ্রমিক। ঘটনা আমবাসা থানার অন্তর্গত নাইলাহাবাড়ি এলাকায়। জানা যায় এলাকায় একটি পুকুর খননের কাজ চলছে রেগার মাধ্যমে। এলাকার রেগা শ্রমিকরা এইদিন পুকুর খননের কাজ করছিল। সেই সময় সেখানে থাকা একটি বিশালাকার গাছ ভেঙ্গে পড়ে।
এতে গাছের নিচে চাপা পড়ে যায় চার জন শ্রমিক। ঘটনার সাথে সাথে দমকল বাহিনীর কর্মী ও আমবাসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। আমবাসা থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর কর্মীরা গাছের নিচ থেকে চার জনকে উদ্ধার করে। চার জনের মধ্যে জুই মলসম ও রবার্ট মলসমের মৃত্যু হয় ঘটনাস্থলে। দমকল কর্মীরা আহত ও নিহতদের নিয়ে যায় ধলাই জেলা হাসপাতালে। আহতদের বর্তমানে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। আমবাসার মহকুমা পুলিশ আধিকারিক জানান সকাল সাড়ে ১১ টা নাগাদ আমবাসা থানার অন্তর্গত নাইলাহাবাড়ি এলাকায় রেগার কাজ করার সময় শ্রমিকদের উপর একটি গাছ ভেঙ্গে পড়ে। এতে দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর ভাবে আহত হয়েছে আরও দুইজন। ধলাই জেলা হাসপাতালে ময়না তদন্তের পর মৃত দুই শ্রমিকের দেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।