স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ এপ্রিল : বিকাশ ত্রিপুরায় দুর্নীতির অভিযোগ তুলে প্রতিদিন রাস্তায় নামছে আমজনতা। এবার বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করলো অভিভাবকরা। এই অবরোধে সামিল হলেন খোদ বিধায়ক। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার চেম্বারের সামনে অভিভাবকদের নিয়ে ধর্নায় সামিল হবে বলে হুশিয়ারি দেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা।
শনিবার করবুক আশ্রম একলব্য বিদ্যালয়ে ভর্তি ঘিরে কেলেঙ্কারির অভিযোগ তুলে উত্তেজিত হয়ে উঠলেন অভিভাবকরা। ঘটনার বিবরনে জানা যায়, বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তির পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ৫৮ জন ছাত্রছাত্রীর মধ্যে তিনজন মাত্র ভর্তি পরীক্ষায় পাশ করেছে। কিন্তু অন্য বিদ্যালয় থেকে আসা ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা পাস করে বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এটা জানতে পেরে অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বিভিন্ন অভিযোগ তুলে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।
শনিবার সকাল থেকে করবুক-নতুন বাজার রাস্তা অবরোধ করে অভিভাবকরা। পরবর্তী সময়ে এই অবরোধ স্থলে এসে যোগদান এলাকার বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। তিনি অবরোধকারীদের সাথে সহমত পোষণ করে বলেন, এ বিষয় নিয়ে তিনি জনজাতি দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা কে ১০ বার ফোন করেছেন। অথচ মন্ত্রী ফোন তোলেননি। এর জন্য তিনি একদিন অপেক্ষা করবেন। নাহলে অভিভাবকদের নিয়ে মন্ত্রীর চেম্বারের সামনে গিয়ে ধরনায় বসবেন বলে অভিভাবকদের জানান। তিনি বলেন বাচ্চাদের ভবিষ্যৎ আগে। তাই বাচ্চাদের জন্য ও বিধায়ক ঘণ্টায় বসতে পারেন। তার জন্য অভিভাবকদের দিনক্ষণ চূড়ান্ত করতে নির্দেশ দেন তিনি। পরবর্তী সময়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবরোধ প্রত্যাহার করেন অভিভাবকরা।