স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ এপ্রিল : কুকুরের কামড়ে প্রাণ গেল চার বছরের এক শিশুর। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় একমাস আগে ধুমাছড়া ভূদ কিশোর পাড়ার মানিক ত্রিপুরা নামের চার বছরের এক শিশুকে কুকুরে কামড় দেয়। গুরুতরভাবে আহত হয় শিশুটি। কিন্তু কুসংস্কারে আচ্ছন্ন শিশুর অভিভাবকরা তাকে কোন হাসপাতাল বা কোন চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁ করে সুস্থ করার অপচেষ্টা করে।
সবশেষে একমাস ধরে ওঝার ঝাড়ফুঁ এবং হাঁস মোরগ কবুতর বলি দিয়েও শেষ রক্ষা হলো না অবশেষে । অবশেষে মনুঘাট হাসপাতালে শিশুটিকে শুক্রবার নিয়ে আসলে মনুঘাট হাসপাতাল থেকে শিশুরটির অবস্থার অবনতি দেখে সঙ্গে সঙ্গে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। তবে স্বাধীনতার ৭৭ বছর পার হলেও কুসংস্কার আচ্ছন্ন এই সমাজকে কুসংস্কার মুক্ত করা সম্ভব হয়নি।