স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : দেশে কোভিডে মৃতের পরিসংখ্যানের সাথে সরকারের দেওয়া তথ্যের অমিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দেওয়া তথ্যে পরিসংখ্যানটি উঠে এসেছে। এমনটাই অভিযোগ তুলে মঙ্গলবার প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতির রাখু দাস। তিনি জানান, সম্প্রতি দেশবাসী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা জানতে পারে ভারতবর্ষে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ মানুষের। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার বলেছে মাত্র ৪ লক্ষ আশি হাজার মানুষের মৃত্যু হয়েছে। সরকার নিজের ব্যর্থতা লুকাতে পরিসংখ্যান লুকিয়েছে। তাই মিথ্যাবাদী সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেস রাস্তায় নেমেছে। যুব কংগ্রেস দাবি জানায় মৃত পরিবারকে চার লক্ষাধিক টাকা করে আর্থিক সহযোগিতা দিতে হবে, না হলে নরেন্দ্র মোদির পদত্যাগ যুব কংগ্রেস দাবি করছে বলে জানান রাখু দাস। এদিন মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয় কামান চৌমুহনী সহ বিভিন্ন পথ পরিক্রমা করে।