Friday, March 29, 2024
বাড়িরাজ্যদুর্বৃত্তদের বাড়ি পুড়িয়ে দিল এলাকাবাসী

দুর্বৃত্তদের বাড়ি পুড়িয়ে দিল এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : কমলপুর মহকুমার ডাববাড়ি এলাকায় একই পরিবারের তিনজন খুনের ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় ক্ষুদ্ধ এলাকাবাসী। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। কিন্তু দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ভস্মীভূত হয়ে যায় অভিযুক্তদের বাড়িঘর। উল্লেখ্য, গত ৫ মে কমলপুর মহকুমার কচুছড়া থানার ডাববাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রজনী দাস, প্রিয়তোষ দাস এবং বিলাসী দাস খুন হয়েছিল।

পরে পুলিশ মামলা হাতে নিয়ে এখন পর্যন্ত ৭ অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে। ঘটনায় জড়িত মোট এগারোজন বলে অভিযোগ। অভিযুক্তর মধ্যে তিনজন আগেই আদালতে সোপর্দ করা হয়। সোমবার আরো চারজনকে কমলপুর জে এম ফার্স্ট ক্লাস আদালতে সোপর্দ করা হয়। তারা হলো বিকাশ দাস, স্বাগতম দাস, ধীরেন্দ্র দাস ও শিখা দাস। চারজনের মধ্যে দুইজন তথা স্বাগতম দাস ও বিকাশ দাসকে একদিনের পুলিশ রিমান্ড -এ পাঠায় আদালত। বাকি দুইজনকে আগামী ২০ মে পর্যন্ত জেল হাজাতে নির্দেশ দেয় আদালত। এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করার পেছনে মূলত কারণ হলো পুলিশ সকলকে গ্রেপ্তার করতে পারেনি বলে সূত্রে খবর। একই পরিবারের তিনজন খুনের ঘটনায় এলাকাবাসী এখনো ভুলতে পারিনি। এলাকাবাসীর দাবি পুলিশকে সকলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে সোমবার রাতে এলাকাবাসী দুর্বৃত্তদের বাড়ি ঘর পুড়ে ভস্মীভূত করে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য