স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : জাতীয় শিক্ষানীতি -২০২০ বাতিলের দাবিতে এ আই ডি এস ও সর্বভারতীয় কমিটি গত ১ মে থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ১ কোটি গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের ডাক দেয়। এরই অঙ্গ হিসেবে সংগঠনের ত্রিপুরা সাংগঠনিক কমিটির উদ্যোগে শনিবার বটতলায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্ভোধন করা হয়।
রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যাপক ড. অলক সৎপথী স্বাক্ষরের মাধ্যমে এদিনের গণস্বাক্ষর অভিযানের সূচনা হয়। সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য্য জানান এটি সম্পূর্ণ ছাত্র বিরোধী সিদ্ধান্ত। সরকারের এ সিদ্ধান্তের ফলে মানুষ গড়ার শিক্ষা এখন আর থাকবে না। সরকারি স্কুলের শিক্ষাব্যবস্থা দিনদিন তলানিতে গিয়ে দাঁড়াবে। ফলে শিক্ষার মান নষ্ট হচ্ছে। তাই এর তীব্র বিরোধিতা জানানো হচ্ছে বলে জানান তিনি। আয়োজিত স্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনে রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার, দেব প্রসাদ চক্রবর্তী সহ অন্যান্যরা।