স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ এপ্রিল : চৈত্র সংক্রান্তির পাক মূহুর্তে রেগার মজুরি না পেয়ে যতনবাড়ি থেকে তীর্থমুখ রামভদ্র এলাকায় মূল সড়কে সকাল নয়টা থেকে পথ অবরোধ করলো রামভদ্র বিক্ষুব্ধ প্রমিলা বাহিনী। চার মাস যাবত রেগার মজুরি না পেয়ে এক প্রকার ক্ষুব্ধ হয়ে পড়েন রামভদ্র এলাকার শ্রমিকরা। অন্যদিকে রামভদ্র এলাকার দিকচাঁন পাড়ায় বহু বছর যাবৎ রাস্তার বেহাল দশার দাবিতে পথ অবরোধে সামিল হন ওই এলাকার জনগণ।
উক্ত পথ অবরোধের ফলে আটকে পড়ে বহু যানবাহন। এই পথ অবরোধের খবর পেয়ে রামভদ্র পঞ্চায়েতের জি আর এস থেকে শুরু করে করবুক মহকুমা শাসক অফিস থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসে পথ অবরোধকারীদের সাথে কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি। পথ অবরোধকারীদের দাবি করবুক বিডিও ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের আশ্বাস ও লিখিত দিলে এলাকাবাসীরা পথ অবরোধ প্রত্যাহার করে নেবেন। কিন্তু প্রশাসনিক কোন আধিকারিক সময় মত অবরোধস্হলে আসেননি। ফলে সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত চলে এই পথ অবরোধ।
দূর্ভোগের শিকার হতে হয় যানবাহন থেকে শুরু করে দূরদূরান্ত আসা যাত্রীদের। পরবর্তী সময়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের দিয়ে কোন সদোওর না পেয়ে করবুক বিডিও সুব্রত পাল নিজে ঘটনাস্থলে এসে পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলে এলাকাবাসীদের তিন দিনের মধ্যে রেগার মজুরি দেবেন বলে আশ্বাস দেন। এই আশ্বাস পেয়ে টানা ছয় ঘণ্টা পর পথ অবরোধ প্রত্যাহার করেন রামভদ্র এলাকার প্রমিলা বাহিনী।