স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ এপ্রিল : চাকুরি দেওয়ার নাম করে শারিরিক সম্পর্ক। পরে শারীরিক সম্পর্কের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেয় অভিযুক্ত দিলীপ সরকার। অভিযুক্তকে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া জয়নগর এলাকার এক মহিলাকে সরকারি চাকরি দেওয়ার নাম করে শারীরিক সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত দিলীপ সরকার। পরে এগুলি ভিডিও রেকর্ড করে দিলীপ সরকার।
পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় বলে অভিযোগ। মহিলা দিলীপ সরকারের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় ধর্ষন মামলার অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করে হয় জেলা আদালতে পেশ করে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া জয়নগর এলাকার জনৈক্য দিলীপ সরকার শাসক বিজেপি দলের এক নেতৃত্ব। মহিলার অভিযোগ দিলীপ সরকার এক মহিলাকে চাকুরী দেওয়ার নাম করে ওই মহিলার সাথে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করে আসছিল ২০২৪ সালের এপ্রিল মাস থেকে। মহিলা এক সময় শারীরিক সম্পর্ক করার আপত্তি জানায়।
তারপর মে মাসে দিলীপ সরকার ফোন করে মহিলাকে নিজ বাড়িতে ডেকে এনে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। সেই শারীরিক সম্পর্কের মুহূর্ত গুলি গোপন ক্যামেরার মধ্য দিয়ে রেকর্ড করে মহিলার অজান্তে। পরবর্তী সময় দিলীপ সরকার মহিলাকে ভয়-ভীতি প্রদর্শন করে শারীরিক সম্পর্ক না করলে সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেবে। মহিলা অসামাজিক কার্যকলাপে রাজি না হওয়ায় দিলীপ সরকার সেই ভিডিওগুলি ভাইরাল করে দেয়। পরে মহিলা তেলিয়ামুড়া থানায় দিলীপ সরকারের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধি ৩৭৬, ৪১৭, ৫০৬ আইপিসি এবং ৬৭ আই টি অ্যাক্ট। ধৃতকে মঙ্গলবার খোয়াই জেলা আদালতে পেশ করে পুলিশ।