Thursday, July 10, 2025
বাড়িরাজ্যসেতু সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ

সেতু সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : বহুবার দাবি জানানোর পরেও সংস্কার হচ্ছে না সেতু। তাই সেতু সংস্কারের দাবিতে আড়াই মাইল এলাকায় আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করে এলাকাবাসী। প্রশাসনের দেওয়া নির্ধারিত সময়ে সেতুর কাজ সমাপ্ত করেনি।এর ফলে এই অবরোধ। উল্লেখ্য ২০০৬ সাল থেকে ঈশান চন্দ্র পাড়ার ধলাই নদীর উপর সেতুর কাজ শুরু হয়েছিলো। প্রায় ১৬ বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত এলাকাবাসী এর সুফল পাইনি।

২০০৬ সালে আমবাসা ব্লকের অধীন জগন্নাথ পুর ভিলেজের আড়াই মাইল এলাকার ঈশান চন্দ্র পাড়ায় ধলাই নদীর উপর পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়। ছয় শতাধিক পরিবারের বসবাস এই গ্রামে যোগাযোগের জন‍্য এই সেতুর দরকার কিন্তু আজ পর্যন্ত সেতুর কাজ শেষ হয়নি। এই দাবীতে এলাকাবাসী বহু বার সড়ক অবরোধ করে, এক মাস আগে ফের অবরোধ করার পর প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসক আশ্বাস দিয়েছিলেন এপ্রিল মাসের মধ্যে সেতু নির্মাণের কাজ সমাপ্ত করা হবে। কিন্তু প্রশাসনের দেওয়া সময় মত কাজ শেষ না হওয়ায় আজ সকাল আটটা নাগাদ ঈশান চন্দ্র পাড়ার লোকজন আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধে বসে।

 এদিকে অবরোধের খবর পেয়ে মহকুমা শাসক অরুপ দেব, অতিরিক্ত মহকুমা শাসক আশু রঞ্জন দেব্বর্মা এবং অতিরিক্ত জেলা শাসক অজিত শুক্ল দাস  অবরোধ কারী দের সাথে কথা বলতে গেলে এক প্রকার অপমানিত হয়ে ফিরে আসতে হয়। তাদের দাবী এইচএসসিএল কোম্পানির আধিকারিক অথবা বাস্তুকার এসে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরেই অবরোধ তোলে নেওয়া হবে। অবশেষে বেলা বারোটা নাগাদ কুমারঘাট থেকে এইচএসসিএলের বাস্তুকার এসে আশ্বাস দিয়েছে আগামী জুন মাসের মধ্যে সেতুর কাজ সমাপ্ত করা হবে। এই আশ্বাস পেয়ে প্রায় ছয় ঘন্টা পর অবরোধ প্রত‍্যাহার করে নেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য