স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : চিকিৎসককে মারধরের ঘটনায় আটক ৬ জন। অভিযুক্তদের আটক করেছে মানিকপুর থানার পুলিশ। উল্লেখ্য, গত বুধবার ম্যালেরিয়া আক্রান্ত হয় দুই শিশুর মৃত্যু হয় মানিকপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এদিন বিকেল তিনটায় এই মৃত্যুকে কেন্দ্র করে দুই শিশুর আত্মীয়-পরিজনরা চড়াও হয় মানিকপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের ওপর মানিকপুর হাসপাতালে থাকা দুজন চিকিৎসককের উপর আক্রমণ শুরু করে।
যদিও ঘটনাস্থল থেকে একজন চিকিৎসক পালিয়ে যায় অপর এক চিকিৎসক তথা মানিকপুর পি এইচ সি -র এম ও আই সি ডঃ প্রণব দেববর্মাকে গুরুতরভাবে আহত করে। এবং হাসপাতাল ভাঙচুর শুরু করে। ঘটনাস্থল থেকে মানিকপুর থানার পুলিশ এসে ডাঃ প্রণব দেববর্মাকে উদ্ধার করে প্রথমে লংতরাইভ্যেলি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে আগরতলা স্থিত জিবি হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে এই ঘটনা সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন ধলাই জেলা স্বাস্থ্য আধিকারিক। পাশাপাশি বুধবার বিকেলে লংতরাইভ্যালি মহাকুমা স্বাস্থ্য আধিকারিককে ঘটনাস্থলে তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়। পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ মূলে ৬ জনকে জালে তুলে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।