স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ এপ্রিল : শুক্রবার রাতে বিলোনিয়া মহাকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাঁই বাবার মন্দির সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং দুটি দোকান সমেত মোট চারটি জায়গায় দুঃসাহসিক চুরির কান্ড সংঘটিত হয়। একই রাতে একই সাথে চারটি জায়গায় চুরি হওয়ায় পরিষ্কার যে চোরেরা দলবদ্ধ ছিল। সাঁইবাবার মন্দিরে লক্ষ্মী এবং গণেশ মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স বের করে এনে বাক্স ভেঙে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে যায়।
একই সাথে মন্দিরের সামনে কার্তিক বৈদ্য এবং অন্য একটি মুদি দোকানে থেকেও প্রায় সমপরিমাণের সামগ্রিক চুরি করে নিয়ে যায় চোরের দল। একইভাবে মনচন্দ্র পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেও বেশ কিছু আসবাবপত্র নিয়ে যায় চোরের দল। সব মিলিয়ে নগদ অর্থ সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে যায়। সাত সকালে ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী বিলোনিয়া থানাতে খবর দিলে ছুটে আসে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের বক্তব্য এর আগেও এই মাইছড়া এলাকায় সাঁই বাবার মন্দির সহ বিভিন্ন জায়গায় চুরির ঘটনা সংঘটিত হয়েছিল, কিন্তু তার কোন কুল কিনারা আজও করতে পারে নি।