Friday, April 11, 2025
বাড়িরাজ্যপুত্রবধূর হাতে আক্রান্ত শাশুড়ি

পুত্রবধূর হাতে আক্রান্ত শাশুড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ এপ্রিল : পুত্রবধূর হাতে আক্রান্ত শাশুড়ি। ঘটনা শুক্রবার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কাঞ্চনমালা ফুলবাগান সংলগ্ন এলাকায়। এলাকার বাসিন্দা রঞ্জন সরকারের বড় ছেলে হংস সরকার বেশ কয়েক বছর পূর্বে যোগেন্দ্রনগর এলাকার প্রবোধ দেবের মেয়ে পূরবী দেবকে বিয়ে করে। বিয়ের পর একই বাড়িতে  স্বামী স্ত্রী পৃথক ভাবে বসবাস করতে থাকে। বিয়ের পর থেকে হংস সরকার এবং তার স্ত্রী পূরবী দেব প্রায়ই রঞ্জন সরকার এবং ওনার স্ত্রী দিপালী সরকারকে মানসিক নির্যাতন করতো।

শুক্রবার পূরবী দেব আধার কার্ড এবং রেশন কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে শাশুড়ির সাথে বিবাদে লিপ্ত হয়। একটা সময় পুরবী দেব উত্তেজিত হয়ে শাশুড়ি দিপালী সরকারের উপর আক্রমণ চালায়। এতে আহত হয় দিপালী সরকার। আহত অবস্থায় দিপালি সরকারকে ঘরে ফেলে রেখে পূরবী দেব বাবার বাড়িতে চলে যায়। শুক্রবার সন্ধ্যায় রঞ্জন সরকার কাজ থেকে বাড়ি ফিরে এই ঘটনা জানতে পারে এবং পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দিপালী সরকারকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত শাশুড়ি দিপালী সরকার হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতেই শশুর রঞ্জন সরকার পুত্রবধূ পূরবী দেবের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আক্রান্ত দিপালি সরকার জানান ইতিপূর্বেও পুত্রবধূ তাকে মারধর করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!