Sunday, April 13, 2025
বাড়িরাজ্যডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ এপ্রিল : শনিবার দুপুরে আচমকা আইজিএম হাসপাতাল ও আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন প্রথমে আইজিএম হাসপাতালে ডেন্টাল কলেজে যান। পরে মুখ্যমন্ত্রী গোটা আইজিএম হাসপাতালে পরিদর্শন করেছেন। কথা বলেছেন হাসপাতালের এম এস সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। তবে হাসপাতালে পরিষেবায় কিছু ঘাটতি মুখ্যমন্ত্রীর নজরে এসেছে। যা দেখে মুখ্যমন্ত্রী অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন।

 এ বিষয়গুলো চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের নজরে আনেন। তাদের তলব করে মুখ্যমন্ত্রী অবিলম্বে একটি বৈঠকের আহ্বান করেছেন। পরে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আইজিএম হাসপাতাল। এই হাসপাতালটি বহু পুরানো হাসপাতাল। এই হাসপাতালের উপর চাপ বেশি। তারপরও চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাদের সাধ্যমতো চিকিৎসা পরিষেবা প্রদান করে যাচ্ছেন। কিছু কিছু জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। যে সকল ঘাটতি গুলি নজরে এসেছে সেই গুলি পূরণ করার জন্য তিনি আলোচনায় বসবেন বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন পরিষেবার শেষ নেই। কোন ধরনের আগাম খবর না দিয়ে হাসপাতাল গুলি পরিদর্শন করলে ঘাটতি গুলি প্রত্যক্ষ করা যায় বলেও জানান মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!