স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ এপ্রিল : শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর নন্দননগর আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ওপিউড সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্রের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। তিনি বলেন, পশ্চিম জেলায় মোট ১৮ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ওএসটি কেন্দ্র চালু হচ্ছে। এটি গোটা দেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের কোনো আর্থিক সহায়তা ছাড়াই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। পাঞ্জাব রাজ্যের বহির্বিভাগীয় ওপিওড অ্যাসিস্টেড ট্রিটমেন্ট মডেল অনুসরণ করে ইনজেকশনের মাধ্যমে শিরাপথে মাদকাসক্তদের পাশাপাশি অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিদের কাউন্সেলিং ও চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সচেষ্ট করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে এইচআইভি/এইডস বিষয়ে সরকারিভাবে কাজ শুরু হয়েছে ৯০-এর দশকের শেষ থেকে। এবং ২০১১ সাল থেকে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে, রাজ্যে নথিভুক্ত ১০,৫০০ জন ব্যক্তি ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ করেন।
তাঁদের জন্য পূর্বে শুধুমাত্র ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের অর্থায়নে শিরা পথে মাদক ব্যবহার সম্পর্কিত ওএসটি পরিষেবা চালু ছিল। কিন্তু আজকের এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিরাও এই পরিষেবার আওতায় আসবেন। যা “নেশামুক্ত ত্রিপুরা” গঠনে এক বলিষ্ঠ পদক্ষেপ।