স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ এপ্রিল : শুক্রবার থেকে শুরু হয়েছে বাসন্তী পূজা। আগরতলা দুর্গা বাড়িতে সরকারি নিয়ম অনুযায়ী চলছে বাসন্তী পূজা। শনিবার মহাষ্টমী। সকাল থেকেই দুর্গা বাড়িতে মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। শত শত ভক্তরা মন্দির প্রাঙ্গনে এসে জমায়েত হয়। দেবী দুর্গার কাছে পরিবারের মঙ্গল কামনা করেন। কেউ কেউ অঞ্জলি নেয়। এদিকে আগরতলা আনন্দময়ী আশ্রমে প্রতিবছরের মত এ বছরও কুমারী পূজার আয়োজন করা হয়।
কুমারী পূজা একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় ঐতিহ্য। এই পূজার মূল উদ্দেশ্য হলো নারী শক্তির প্রতি শ্রদ্ধা জানানো। কুমারী মেয়েদের মধ্যে দেবী দুর্গার রূপ দেখতে পাওয়া যায় এই কুমারী পূজার মধ্য দিয়ে। বিশেষ করে অষ্টমী এবং নবমী তিথিতেই কুমারী পূজার আয়োজন করা হয়। শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে বর্ণিত রয়েছে, বানাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিযে় দেবী পুনর্জন্মে কুমারীরূপে বানাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়। কুমারী পূজা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা সকাল থেকে আনন্দময়ী আশ্রমে উপস্থিত ছিলেন। ফল ফুল বেল পাতা দিয়ে কুমারী পূজা করা হয়।