স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ এপ্রিল : শুক্রবার থেকে শুরু হলো বাসন্তী পূজা। এদিন সকালে আগরতলা দূর্গা বাড়িতে সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভক্তদের সমাগম ছিল বেশ লক্ষণীয়। রাজ্যের বিভিন্ন স্থানে এবং বাড়ি ঘরেও বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। নিয়ম-নীতি মেনে শুরু হয়েছে বাসন্তী পূজা। হিন্দু ধর্ম মতে মান্যতা রয়েছে শরৎকালে হয় শারদীয়া দুর্গাপূজা, বসন্তকালে হয় বাসন্তী পূজা।
দুই ক্ষেত্রেই দেবী দূর্গা শক্তিকেই পূজা করা হয়। তবে ঋতু যা-ই হোক, মহাপুরুষগণ বিপদকালে অশুভ শক্তি নাশের উদ্দেশ্যে আদ্যা শক্তির আরাধনা করেছেন। রামায়ণে রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তি নাশ করার জন্য দেবীর আরাধনা করেছিলেন। পুরাণ অনুযায়ী, চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা করা হয় দেবী দুর্গারই। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার নিয়ম প্রায় একই। শরৎকালে হয় শারদীয়া দুর্গাপূজা আর বসন্তকালে দেবী দুর্গার পূজা হয় দেবী বাসন্তী রূপে। বসন্তকালের দুর্গাপূজা পরিচিত শ্রীশ্রী বাসন্তীপূজা নামে।