স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ এপ্রিল : চুরির সাথে যুক্ত থাকার অভিযোগে এক যুবকে আটক করলো ডেপাইছড়ি এলাকাবাসী। ঘটনা বিবরণে জানা যায়, ডেপাইছড়ি ও বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত। চুরির ঘটনার সাথে যুক্ত থাকা এক যুবকের নাম উজ্জ্বল চাকমা। তাকে সিসি ক্যামেরার দ্বারা চিহ্নিত করা হয়।
সে এক রাবার দোকান থেকে রাবার চুরি করে নিয়ে যাওয়া সময় সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই অনুযায়ী উজ্জ্বল চাকমাকে এলাকাবাসীরা আটক করে উওম মাধ্যম দিলে শিকার করে বলে জানান এলাকার মানুষরা। আরো জানান, ড্রাগসের আসক্ত ওই যুবক। পরবর্তী সময়ে চেলাগাং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থল থেকে এই যুবকে চেলাগাং থানায় নিয়ে যাওয়া হলে। এই চুরির সাথে কারা যুক্ত আছে তা নিয়ে তদন্ত শুরু করবে বলে জানান চেলাগাং ওসি বিমল বৈদ্য।