স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : বুধবার তথ্য, সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় ১৬১ তম রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষ্যে দুদিনের বিশেষ কর্মসূচির। পাশাপাশি আগামী ৩০ মে নজরুল জন্ম জন্ম জয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
৮ মে হবে বসে আঁকো প্রতিযোগিতা। এরপর হবে দলগত আবৃত্তি, গান, নাচ ও আকস্মিক বক্তৃতা, ক্যুইজ, প্রতিযোগিতা। বাইরে চলবে প্রদর্শনী। ৯ মে সকালে রবীন্দ্র কাননে হবে প্রভাতী রবীন্দ্র অনুষ্ঠান। এদিন সন্ধ্যায় রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সঙ্গীত পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য ও দেবেস ঠাকুর। এছাড়া আগামী ৩০ মে উদযাপন করা হবে নজরুল জন্মজয়ন্তী। এদিন সঙ্গীত পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য। চেষ্টা হচ্ছে বাংলাদেশ থেকে শিল্পীদের আনার। রবীন্দ্র ও নজরুল চেতনায় সমৃদ্ধ হয়ে সকলে সংস্কৃতিগত দিক থেকে এগিয়ে নিয়ে জেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। দুটি অনুষ্ঠানে প্রবেশ অবাধ বলে জানান। একই সঙ্গে দুর্যোগের কথা চিন্তা করে রবীন্দ্র ভবনের ভেতরে অনুষ্ঠান গুলি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সচিব প্রশান্ত কুমার গোয়েল, চ্যায়ারম্যান হায়ার এডুকেশন কাউন্সিল অরুণাদয় সাহা, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, অধিকর্তা রতন বিশ্বাস, ক্যালচারাল কমিটি ভাইস চেয়ারম্যান সুভাষ দেব সহ অন্যান্যরা।