স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ এপ্রিল : স্কুটির ধাক্কায় মৃত্যু বিমানবন্দরের ক্যাজুয়াল কর্মীর। মৃত কর্মীর নাম সুশান্ত সরকার (৬০)। ঘটনা বুধবার বিকালের নাগাদ রাজধানীর উষা বাজার ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে বিমানবন্দরে নিজের দায়িত্ব শেষ করে বাড়ি ফিরছিলেন সুশান্ত সরকার। ঊষাবাজার এলাকায় আসতেই তার পেছনে এসে ধাক্কা দেয় একটি স্কুটি। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
দমকল কর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুশান্ত সরকার। তার বাড়ি এয়ারপোর্ট থানাধীন নারায়ণপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘাতক স্কুটি চালক পলাতক। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।