স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ এপ্রিল : দুই রোহিঙ্গা সহ মোট তিন জনকে আটক করল কৈলাশহর থানার পুলিশ। জানা যায় রোহিঙ্গা মহম্মদ তাসিম ও মহম্মদ উছমান প্রথমে অবৈধভাবে বাংলাদেশে আসে। তারপর তারা অবৈধভাবে ভারত বাংলাদেশ সিমান্ত অতিক্রম করে ত্রিপুরায় আসে। বুধবার তারা কৈলাশহরের রাঙাউটি থেকে একটি ব্যাটারি চালিত অটোতে করে কৈলাসহরের পশ্চিম বাজার হয়ে গোবিন্দপুরের দিকে যাচ্ছিল।
সেই সময় গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় রোড থেকে অটো চালক আমিনুল হক সহ দুই রোহিঙ্গাকে আটক করে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধরায় কৈলাশহর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে ধৃত দুই রোহিঙ্গা নাগরিক উত্তর প্রদেশের দেওগ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল। বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।