স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : মঙ্গলবার অনাবিল আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর। এদিন ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ইদের বিশেষ নামাজ আদায় করে ইসলাম ধর্মাবলম্বীরা। আগরতলা গেদু মিয়ার মসজিদে ঈদের নামাজে সামিল হন সব বয়সের মানুষ।
ঈদ উল ফিতরের দিন প্রতিটি ইসলাম ধর্মাবলম্বী নারী-পুরুষের জীবনে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের সিয়াম সাধনার শেষে শাওয়ালের এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদের আগমনী বার্তা। সিয়াম পালনের দ্বারা রোজাদার যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সৌকর্য দ্বারা অভিষিক্ত হন, ইসলামের যে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ-তিতিক্ষা, দানশীলতা, উদারতা, ক্ষমা, মহানুভবতা, সাম্যবাদিতা ও মনুষ্যত্বের গুণাবলি দ্বারা বিকশিত হন, এর গতিধারার প্রবাহ অক্ষুণ্ন রাখার শপথ গ্রহণের দিন হিসেবে ঈদ উল ফিতর সমাগত হয়। সুদীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ প্রতিটি ইসলাম ধর্মাবলম্বীর ঘরে নিয়ে আসে আনন্দের সওগাত। এদিন কৈলাশহর মহকুমা মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কৈলাশহর বাবুর বাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে। বাবুর বাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে কয়েক হাজার মানুষ একসাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এই নামাজ পাঠ করেন সকাল আটটার সময় হাফিজ আব্দুল সামাদ সাহেব।