স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে। দুই বছরের বেশি সময় পর আন্তর্জাতিক পরিসরে দর্শনার্থীদের জন্য দ্বার খুলে দিল নিউ জিল্যান্ড। করোনাভাইরাস মহামারীর কারণে এতদিন দেশটি তাদের সীমান্ত বন্ধ রেখেছিল।সোমবার অকল্যান্ড এয়ারপোর্টে পা রাখেন বহু ভ্রমণকারী। পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে দীর্ঘদিন পর তাদের সাক্ষাৎ আবেগঘন মুহূর্তের জন্ম দেয়।
বিবিসি জানায়, বিশ্বের ৬০টিরও বেশি দেশের মানুষ এখন নিউ জিল্যান্ডে ঢুকতে পারবে। তবে তাদের অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নিতে হবে এবং কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।নিউজিল্যান্ডের নাগরিকরা গত মার্চ থেকেই অন্য দেশ থেকে নিজ দেশে প্রবেশ এবং সেখান থেকে অন্য দেশে যেতে পারছেন। এপ্রিলে অস্ট্রেলীয়দেরকেও এই সুযোগ দেওয়া হয়। এবার অন্যান্য দেশগুলোও এ সুযোগ পেল।
যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি বলেছেন, তিনি তার সঙ্গীর কাছে যেতে ওহাইওর সিনসিনাটি থেকে নিউ জিল্যান্ডে ভ্রমণ করছেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি ভিসার জন্য আবেদন করেন। তারপর থেকে প্রায় দু’বছর তাকে অপেক্ষা করতে হয়েছে।ডেভিড বেনসন নামের ওই ব্যক্তি বিবিসি-কে বলেন, “অবশেষে আমি এখানে আসতে পেরেছি। এই দেশের ৬ হাজার মাইলের মধ্যে আমি কখনও ছিলাম না। এটাই এখানে আমার প্রথম ভ্রমণ। এটা আমার জীবনের সবচেয়ে সুখকর অনুভূতি।”
২০২০ সালের মার্চে সীমান্ত বন্ধ করে দেয় নিউ জিল্যান্ড। এমনকী দেশটির নাগরিকরা অন্য দেশ থেকে সেখানে প্রবেশ করতে পারলেও তাদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে।৫০ লাখ জনসংখ্যার নিউ জিল্যান্ডে বিভিন্ন বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত মাত্র ৭১৩ জন কোভিড সংক্রমণে মারা গেছে। শুরু থেকেই কঠোর বিধিনিষেধ, কড়াকড়ি, ভ্রমণ নিষেধাজ্ঞা, নিভৃতবাস, কোয়ারেন্টিন, কোভিড পরীক্ষা, ট্রেসিং সবকিছুই ঠিকভাবে পরিচালনা করার জন্য দেশটির সরকার কৃতিত্বের দাবিদার।