স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ মার্চ : শনিবার উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানার অন্তর্গত এগ্রিকালচার চৌমুহনী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম বিকাশ রায়। বয়স ৬১। পেশায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। বাড়ি ধ্বজনগর এলাকায়। উদয়পুর মহকুমার অন্তর্গত এগ্রিকালচার চৌমুহনীতে সাব্রুম আগরতলা জাতীয় সড়কে একটি স্কুটি এবং যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা। যাত্রীবাহী গাড়ির ধাক্কায় মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে স্কুটি চালক বিকাশ রায়। যাত্রীবাহী গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বিকাশ রায়কে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক সহ রাধা কিশোরপুর থানার পুলিশ।