স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ মার্চ : ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৩২,৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩১,৯৯৩.৮৮ কোটি টাকা। বাজেট ঘাটতি ৪২৯.৫৬ কোটি টাকা। এ বাজেট জনকল্যাণমুখী বাজেট বলে দাবি করল প্রদেশ বিজেপি। শনিবার বিকালে প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী।
তিনি বিরোধী দল সিপিআইএম -কে আক্রমণ করে বলেন, রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম বলছে এটা দিশাহীন বাজেট। তারা নিজেরাই দিশাহীন হয়ে গেছে এবং তারা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো জীবনযাপন করছেন। তাই উন্নয়নমুখী এবং জনকল্যাণমুখী বিকাশ বাজেটে সমালোচনা করছে।
তিনি আরো বলেন, রাজ্যের জনগণের উদ্দেশ্যে বলেন বর্তমান সরকার একটা জবাব দেহি সরকার হিসেবে কাজ করছে। এই সরকার প্রত্যন্ত থেকে সমতল পর্যন্ত সমতালে উন্নয়নের জন্য কাজ করছে। টি এস এফ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি একটি সাংবিধানিক দল এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল। ভারতীয় সংবিধানের রোমান ক্রিপ্টকে কোথাও নিয়ে যাওয়া যাবে সেটা তাদের খুঁজে দেখতে হবে। কিন্তু সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই ভারতীয় জনতা পার্টি সমর্থন করবে এবং সেটাই গ্রহণ করবে। সুতরাং ভারতীয় জনতা পার্টি সংবিধানের ঊর্ধ্বে উঠে এ বিষয়ে কোন কিছুই বলবে না বলে জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।