স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মার্চ : প্রানী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে কর্মচারীরা রক্তদান করার উদ্যোগ নিয়েছে। কারণ রক্ত কেউ তৈরি করতে পারে না। একজন ব্যক্তিই পারে মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে। তাই এই মুহূর্তে কাজে এগিয়ে এসেছে পানিসম্পদ বিকাশ দপ্তর। বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্তি প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা বলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। গোর্খাবস্তি স্থিত এআরডিডি অফিসে আয়োজিত রক্তদান শিবিরে মন্ত্রী সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন রক্তদানে যাতে মানুষ এগিয়ে আসে।
এদিনের রক্তদান শিবিরে প্রায় ১০০ জনের অধিক রক্তদান করবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, যারা পশু পালনে যুক্ত তাদের সতর্ক করতে বিভিন্ন ধরনের উদ্যোগ সারা বছরে নেওয়া হয়। কারণ বিভিন্ন সময় পশু পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এদিকে গুরুত্ব দিয়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর টিকাদান থেকে শুরু করে সমস্ত ধরনের কাজকর্ম দপ্তর করে চলেছে বলে জানান মন্ত্রী। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি। মন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, দপ্তরের আধিকারিকরা।