স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মার্চ : সরকারের সাথে বোঝা পড়ার দাবি এড়িয়ে আন্দোলনের ট্রেডিশন রয়ে গেছে টিএসএফ। ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে আগামী ২১ মার্চ জাতীয় সড়ক বন্ধের ডাক দিয়েছে টিএসএফ। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেন টি এস এফ নেতৃত্ব।
তাদের বক্তব্য ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে রাজ্যপাল, সিবিএসসি বোর্ড থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে দাবি জানানো হয়েছে। অথচ তাদের দাবি কেউ কর্ণপাত করছে না। গত ১৭ মার্চ বোর্ডের ককবরক ভাষার পরীক্ষায় বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় করার আশ্বাস দিয়েছিল। কিন্তু পরীক্ষার দিন দেখা গেছে বাংলা ভাষাতেই প্রশ্নপত্র হয়েছে।
যার কারণে ছাত্রছাত্রীরা পরীক্ষায় উত্তর পর্যন্ত লিখতে পারেনি। যারা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীর ছিলেন তারা প্রশ্ন পড়তেই পারেনি। ফলে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে তারা যদি পরীক্ষায় পাস করতে না পারলে কি হবে! তাই এবার আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে টিএসএফ। সাংবাদিক সম্মেলন করে তারা ঘোষণা দেন ২১ মার্চ জাতীয় সড়ক বন্ধের। এই আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সাংবাদিক সম্মেলনে তারা নিজেদের স্বাধীন ছাত্র সংগঠন হিসেবে দাবি করেন। তারা রাজ্যের জনগণকে এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।