Sunday, April 20, 2025
বাড়িরাজ্যচৈত্র মেলার টোকেন না পেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত হলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

চৈত্র মেলার টোকেন না পেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত হলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মার্চ : আগরতলা চৈত্র মেলার টোকেন না পেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত হতে বাধ্য হলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের অভিযোগ মঙ্গলবার থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টোকেন জোটেনি ভাগ্যে। অথচ নিগম কর্তৃপক্ষের বিভিন্ন অব্যবস্থাপনার জন্য চৈত্র মেলার টোকেন নিতে পারে নি। উল্লেখ্য, আগরতলা শহরের অন্যতম ঐতিহ্য চৈত্র মেলা। বাংলা নববর্ষকে বরণ করার ঠিক ১৫ দিন আগে এই মেলা বসে আগরতলা শহরে শকুন্তলা রোডে। মেলায় জমি নিয়ে ব্যবসা করার জন্য প্রতিবছর কয়েক মাস আগে থেকেই অপেক্ষায় থাকেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যতিক্রমী নয় এ বছরও।

কিন্তু প্রতিবছর চৈত্র মেলার ভিটি বন্টনের আগে পুর নিগমকে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে প্রশ্নের মধ্যে পড়তে হয়। এ বছরও বিভিন্ন অব্যবস্থার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়তে হলো নিগম কর্তৃপক্ষকে। বুধবার আগরতলা পুর নিগম অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা অভিযোগ তোলেন মঙ্গলবার থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। অথচ নিগম কর্তৃপক্ষের বিভিন্ন অব্যবস্থাপনার জন্য চৈত্র মেলার ফর্ম নিতে পারছে না। তাই প্রতিবাদে নিগম অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছেন। খবর পেয়ে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ।

 পুলিশের আশ্বাস পেয়ে তারা শান্ত হয়। পরে তারা আবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে দেখা করতে যান। কিন্তু তাদের দেখে দরজা বন্ধ করে দেয় নিগম কর্তৃপক্ষ। তারপর হতাশাগ্রস্ত ব্যবসায়ীরা এসে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে জমায়েত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর মহকুমার পুলিশ আধিকারিকের নেতৃত্বে পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ ব্যবসায়ীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন এ বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করেছেন। তারা আগরতলা পুর নিগমের অফিসের যাওয়ার জন্য। পুলিশের এই আশ্বাস পেয়ে আবার পুর নিগম মুখী হয় ব্যবসায়ীরা। তারা সরাসরি অভিযোগ তোলেন, গত দু’বছর ধরে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে এসে হয়রানির শিকার হচ্ছেন। তাদের টোকেন দেওয়া হয় না। মেয়রের সাথে দেখা করতে গেলে দরজা বন্ধ করে দেওয়া হয়। তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে আসতে বাধ্য হয়েছেন।

আবার এক মহিলা ব্যবসায়ীর দাবি, তাদের টোকেন দেওয়া হয়েছে শিশু উদ্যানের। তারা শিশু উদ্যানে বসতে চায়না। তাদের শকুন্তলা রোড এলাকায় বসার জন্য টোকেন দিতে হবে। এদিকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও চৈত্র মেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় প্রায় ৩ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ করে দেবে পুর নিগম। বুধবার থেকে বিলি করা হচ্ছে ফর্ম। মঙ্গলবার থেকেই ব্যবসায়ীরা দোকান ভিটের জন্য রাত জেগে পুর নিগম অফিসের সামনে বসে আছে। তাদেরকে যথাসম্ভব ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মেয়াদ দীপক মজুমদার। তিনি বলেন আগরতলা পুর নিগম বিনা মূল্যে ১লা এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিয়ে আসছে গত কবছর ধরে। রাজধানীর শকুন্তলা রোডে ৩ শতাধিক ব্যবসায়ীকে বসার সুযোগ করে দেবে। যাতে প্রতারণার ফাঁদে পা না দেয়। শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে তার জন্য আহ্বান জানান মেয়র। আজকে মোট ৪৭৫ টি ফর্ম বিলি করা হয় বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য