স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মার্চ : ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্র কৈলাসহর জলসম্পদ বিকাশ দপ্তরের এক্সিউটিভ ইঞ্জিনিয়ায়ের কার্যালয়। আগুনে পুড়লো মোটর বাইক, সৃষ্টি হয় উত্তেজনা। এই বিষয়ে ঠিকাদার সংস্থার কয়েকজন জানা নেই তারা কোনদিন বাঁধ নির্মাণ করার জন্য বরাত পেয়েছিলেন। বুধবার থেকে কাজ শুরু করার কথা।
অনুযায়ী সিমেন্ট, বালি এবং পাথর নিয়ে সেখানে হাজির হয়েছিলেন ঠিকাদাররা। এবং প্রায় শতাধিক শ্রমিককে সেখানে কাজে লাগানো হয়েছিল। অথচ কাজ শুরু হওয়ার আগে কিছু লোক এসে তাদের বাধা দেয়। সাথে সাথে এসডিওকে ফোন করা হয়। তিনি জানিয়ে দেন অসুস্থ আছেন। তারপর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তারপর তারা মহকুমা অফিসে এসে দেখেন কোন আধিকারিক সেখানে নেই। তারপরে তারা পাল্টা প্রতিবাদ শুরু করে। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। দুই পক্ষের ঝামেলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। অগ্নি সংযোগ হওয়া বাইকটি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে। কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় উক্ত বাইকটি। উক্ত বিষয় নিয়ে খবর লেখা পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ পুলিশ, উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। দপ্তরের নির্বাহী বাস্তুকারের অফিসে সামনে কিছু যুবক মুহু মুহু স্লোগান দেয়।ঘটনা স্থলে ছুটে আসেন ডিসিএম মতিরনজন দেববমা। যদি ও বড় ধরনের কোন হাঙ্গামা হয়নি।থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার নিয়ন্ত্রণ করে।