স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মার্চ : তিন যুবক সহ মহিলাকে মারধর করার অভিযোগ বি এস এফের বিরুদ্ধে। ঘটনা পাথরিয়াদ্বার বিওপিতে। ঘটনার বিবরণে জানা যায়, পাথারিয়াদ্বার এলাকার সীমান্তের অহীদ মিয়ার বাড়ির পাশে ভারতীয় সীমান্তের একটি জায়গা থেকে গবাদি পশুর জন্য কাঁঠাল গাছের পাতা আনতে যায় ইমরান মিয়া, শওকত আলী এবং দেলোয়ার হোসেন। এমন সময় পাথারিয়াদ্বার বিএসএফ ক্যাম্প থেকে কয়েকজন বিএসএফ সেখানে গিয়ে তাদের তিনজনকে দেখতে পেয়ে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে।
পরবর্তী সময়ে সেই তিন যুবককে গাছের সাথে হাত-পা বেঁধে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। এদিকে পার্শ্ববর্তী এক মহিলা যখন দুই যুবকের চিৎকার শোনে ক্যাম্পে প্রবেশ করে তখন সে মহিলার উপরও আক্রমণ নামে আনে বিএসএফ জওয়ানরা। এমনকি অশ্লীল আচরণ করার চেষ্টা পর্যন্ত করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা তাদের আহত করে রাস্তার মধ্যে ফেলে যায়। পরে তাদেরকে নিয়ে আসা হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এদিকে শ্লীলতাহানির অভিযোগ এনে মধুপুর থানায় বিএসএফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে জানান আহতরা। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।