স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মার্চ : প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউজ বাস্তবায়ন করতে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেছে। অথচ বেনিফিসিয়ারীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিয়েছে সরকার। মঙ্গলবার প্রতিবাদে সরব হলো বেনিফিসিয়ারীরা। এদিন তারা আরবান ভবনে গিয়ে যুগ্ম সচিবের কাছে কাজের অগ্রগতির প্রসঙ্গে জানতে চায়। অথচ যুগ্ম সচিব এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। শেষ পর্যন্ত তারা বিক্ষোভে শামিল হয়। তাদের বক্তব্য ২০২১ সালে তারা ফ্লাট বুক করেছিল।
যাদের বাৎসরিক রোজগার তিন লক্ষ টাকার নিচে তারা ৫ লক্ষ টাকা দিয়ে লাইট হাউজের ফ্ল্যাট বুক করেন, এবং যাদের বাৎসরিক রোজগার ৬ লক্ষাধিক টাকার নিচে তারা সাত লক্ষ টাকা দিয়ে জোগাড় করে ফ্ল্যাট বুক করেন। তাদের সময়সীমা ও বেঁধে দেওয়া হয়েছিল। অথচ কয়েক বছর অধিক্রান্ত হয়ে গেল এখন পর্যন্ত স্বপ্নের লাইট হাউজের ফ্ল্যাট জোটেনি তাদের ভাগ্যে। মুখ্যমন্ত্রী সাথে দেখা করে এ বিষয়ে অবগত হতে তারা সময়সীমা ও চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখা করার সুযোগ পাননি।
শেষ পর্যন্ত মঙ্গলবার তারা সংশ্লিষ্ট দপ্তরের যুগ্ম সচিবের কাছে এসে জানতে পারেন যে বাজেট নিয়ে কাজ শুরু হয়েছিল তার থেকে আরো অতিরিক্ত অর্থ ব্যয় হবে এই লাইট হাউসে। এর জন্য গত বছর কেন্দ্র সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন সারা মিল নেই। তবে সহসাই অতিরিক্ত অর্থ বরাদ্দ করে চলতি বছর লাইট হাউসের কাজ সম্পন্ন হবে বলে দপ্তরের ধারণা। এখন দেখার কত দ্রুত কাজ সম্পূর্ণ হয়। তাহলে পুনরায় প্রতিবাদে সামিল হবে বলে তারা জানিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশের প্রায় ছয়টি রাজ্যের এই লাইট হাউজের কাজ শুরু হয়েছিল। পাঁচটি রাজ্যে লাইট হাউসের কাজ সম্পন্ন হয়ে গেছে। বেনিফিশিয়ারিরা তাদের নিজ নিজ ফ্ল্যাট পেয়ে গেছেন। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে লাইট হাউজের কাজ সম্পন্ন হয়নি।