স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মার্চ : সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র উদ্যোগে মঙ্গলবার থেকে আগরতলার প্রজ্ঞা ভবনের ২ নং হলে শুরু হল দুইদিন ব্যাপী জাতীয় স্তরের কর্মশালা। এইদিন কর্মশালার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক, সিআইপিইটি গৌহাটির অফিসার ইনচার্জ ডাঃ হরেকৃষ্ণ ডেকা, গেইল ইন্ডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজার পঙ্কজ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা।
প্রদিপ প্রজ্জলন করে দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক। পরে তিনি উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগান রয়েছে। কিন্তু সকলের মনে প্রশ্ন রাবারের বড় বড় কারখানা গুলি কেন ত্রিপুরা রাজ্যে আসছে না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত পেট্রোকেমিক্যালস-এর ফ্যাক্টরি ত্রিপুরা রাজ্যে না হবে ততক্ষণ পর্যন্ত বড় বড় রাবারের কারখানা ত্রিপুরা রাজ্যে হবে না। তাই তিনি বর্তমানে ত্রিপুরা রাজ্যে যে রাবার কারখানা রয়েছে সেগুলির আধিকারিকদের নিয়ে এই ধরনের যৌথ কর্মশালার আয়োজন করার আহ্বান জানান।